তারুণ্যের উৎসব উপলক্ষে জীবননগরে মিনি ম্যারাথন প্রতিযোগিতা

জীবননগর অফিস

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ তারুণ্যে ও উৎসবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জীবননগরে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে জীবননগর মুক্তমঞ্চে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অংশগ্রহনকারীরা মুক্তমঞ্চ থেকে জীবননগরের শেষ সীমানা পাথিলা পর্যন্ত ৫ কিলোমিটার দৌড়িয়ে যান। মিনি ম্যারাথনে প্রথম হন আব্দুল কাদের, দ্বিতীয় রাব্বি এবং তৃতীয় শামীম। প্রতিযোগিতায় অংশগ্রহণ ও উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জীবননগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন, সদস্য ডিএম মতিয়ার রহমান, সাংবাদিক জাহিদুল ইসলাম কাজল, মনিরুজ্জামান রিপন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপন সহকারী সালাউদ্দীন, জীবননগর কমিউনিটি গ্রুপের অ্যাডমিন মামুম নীরব ও কিবরিয়া।

পরে বৃহস্পতিবার বেলা ১১টায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল আমীন হোসেন উপজেলা পরিষদ সভাকক্ষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *