জীবননগর ভ্যানের শহর, যাত্রী পরিবহনে নেই একটাও রিক্সা ভাড়া নিয়ে প্রতিদিন চলে চালক ও যাত্রীদের বচসা

শামসুল আলম জীবননগর

জীবননগর শহরে যাত্রী পরিবহনে নেই একটাও রিক্সা। ভ্যানই যাত্রীদের একমাত্র ভরসা। জীবননগর শহর বর্তমানে ভ্যানের শহরে পরিণত হয়েছে। নেই ভাড়ার কোন বৈধ তালিকা। নিয়ে ভ্যান চালক ও যাত্রীদের মাঝে প্রতিনিয়ত চলে বচসা।

চুয়াডাঙ্গা জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা শহর জীবননগর। জীবননগরকে এ অঞ্চলের অন্যতম বানিজ্যিক শহর হিসেবে ধরা হয়। মালামাল পরিবহনের বাহন হচ্ছে ভ্যান। যাত্রী পরিবহনের বাহন রিক্সা। অথচ জীবননগর শহর থেকে রিক্সা নির্বাসিত। রিক্সার চালক বা প্যাটলাররা সময় ও প্রযুক্তির সাথে নিজেদের মানিয়ে নিতে না পারায় পেশা পরিবর্তন করে ফিরেছে অন্য পেশায়। সর্বশেষ রিক্সা চালক মান্দার আলী এ পেশায় টিকে থাকার শেষ চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে গেছেন বাড়ি। প্যাডেল রিক্সা ভ্যানের স্থান দখল করে নিয়েছে ব্যাটারী চালিত ভ্যান। ব্যাটারী চালিত এ ভ্যানের নাম পাখি ভ্যান। এ ভ্যান চালাতে কায়িক পরিশ্রম না হওয়ায় দিন দিন এ ভ্যানের সংখ্যা বেড়েই চলেছে। নগদ টাকা না থাকলেও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে সহজেই এ ভ্যান কেনা যা্েচ্ছ। ভ্যান চালানোর পূর্ব অভিজ্ঞতা না থাকলেও ব্যাটারী চালিত ভ্যান কিনেই চলে আসছে সড়কে। চালকের দক্ষতা অভিজ্ঞতা না থাকায় বাড়ছে সড়কে দূর্ঘটনা। সব থেকে বেশি সমস্যা হচ্ছে শহরের মধ্যে যাত্রীদের সাথে ভাড়া নিয়ে। চালক নতুন হওয়ায় ভাড়া সম্পর্কে কোন ধারনা না থাকায় ইচ্ছা মাফিক ভাড়া দাবি করছে। বেশি ভাড়া দাবি করার ফলে যাত্রীদের সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ছে ভ্যান চালক। বিভিন্ন শহরে যাত্রী পরিবহনে শহরের মধ্যে চলাচলকারী রিক্সা ভ্যানের ভাড়া পৌরসভা কর্তৃক নির্ধারিত আছে।

                  জীবননগর পৌরসভার পক্ষ থেকে রিক্সা ভ্যানে যাত্রী পরিবহনের নেই কোন ভাড়ার তালিকা। জীবননগর শহরের ব্যবসায়ী ও রাজনীতিক নাজমুর সবুর বলেন, শহরের কোন রিক্সা নেই। ভ্যানে উঠলেই ভাড়া ১০, ১৫, ২০ টাকা দাবি করে বসে থাকে। জীবননগর বাসস্ট্যান্ড থেকে পিয়ারাতলা পর্যন্ত ভাড়া ১০ টাকা অথচ শহরের মধ্যে ভ্যানে উঠলেই ভাড়া দাবি করে ২০ টাকা। এ ভাড়া নিয়ে কোন কথা বললেই লোকে আবার খারাপ বলে। ভ্যান রিক্সার ভাড়ার বিষয়ে কোথায় বলবো, কার কাছে বলবো, কে দেবে সমাধান ? পৌরসভা আছে নামেমাত্র নাগরিক কোন সুবিধার কথা পৌর পরিষদ ভাবে না।

এ বিষয়ে জীবননগর পৌর সভার ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কাশেমের সাথে কথা বললে তিনি বলেন, আমরা সকলের সাথে কথা বলে একটা ভাড়া ঠিক করার উদ্যোগ নেবো। জীবননগর পৌর সভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, পৌর সভার রিক্সা ভ্যানের ভাড়ার বিষয়ে আমি অন্য পৌরসভা কি ভাবে ভাড়া নির্ধারন করেছে সে বিষয়ে বিস্তারিত খোজ খবর নিয়ে সকলের সাথে আলাচনা করে ভাড়া বিষয়ে একটা কার্যকর ব্যাবস্থা গ্রহন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *