মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কাজিপুর গ্রামের মৃত জাবির হালসানার ছেলে আতাউল হক (৬৫) ও তার ছেলে মাজেদুল ইসলাম (২১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউল হক ও মাজেদুল ইসলাম প্রতিবেশী আব্দুস সালামের ছেলে হাসান (৪৫) ও তার ছেলে হেলাল (২৫)-এর কাছ থেকে কিছু টাকা পেতেন। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাসান ও হেলাল দেশীয় অস্ত্র দিয়ে আতাউল হক ও মাজেদুল ইসলামের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে দু’জনকেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।