খাড়াগোদা মাঠে বিপন্ন মৃত মেছো বিড়াল উদ্ধার

তিতুদহ প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদার মাঠে থেকে মৃত মেছো বিড়াল উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে স্থানীয় কৃষকরা খাড়াগোদা হতে ভুলটিয়া রোডের পাশে বেশ বড় মেছো বিড়াল পড়ে থাকতে দেখে। পরবর্তীতে তা তরুণ সাংবাদিক আকিমুল সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ এর সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ এর প্রাণিবিদ্যা প্রভাষক আহসান হাবীব শিপলু দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

সংগঠনের সভাপতি বলেন, আমরা দীর্ঘদিন বন্যপ্রাণী নিয়ে কাজ করি। কিন্তু এত বড় মাপের মেছো বিড়াল আমাদের এই প্রথম দেখা পেলাম কিন্তু তা মৃত।  আমরা মাঠের কৃষকদের দেওয়া তথ্য ও বিড়াল টির শরীর পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম কোন ভারী যানবাহনের  সাথে মারাত্মক সংঘর্ষ হয়। তার ডান পাশের মাথা ও চোখে মারাত্মক জখমের চিহ্ন দেখতে পেয়েছি। আর কোথাও কোন জখমের চিহ্ন নেই। মেছোবিড়াল হলো কৃষকের বন্ধু। এরা তাদের জীবন দশায় প্রচুর ইদুর খেয়ে থাকে। তাছাড়া জলাশয় পরিষ্কার করে পঁচা, রোগাক্রান্ত মাছ খাই।

সংগঠনের সদস্য হাসানুজ্জামান রিগান বলেন আমরা পথচারীদের মাঝে মেছো বিড়ালের উপকারীতা ও সংরক্ষণের বিষয়ে সচেতনতা সৃষ্টি করি। সর্বশেষ সকলের উপস্থিতিতে মাটিচাপা দিয়ে দিয়। মেছো বিড়ালটি লম্বায় প্রায় ৪ফিট ও ওজন হবে প্রায় ২০ কেজি। এটা একটা প্রাপ্তবয়স্ক পুরুষ।

 স্থানীয়রা জানান এই মাঠে আরো অনেক মেছো বিড়ালের দেখা মেলে। সংগঠনের পক্ষ থেকে এই এলাকায় মেছোবিড়াল রক্ষায় প্রচারণা চালিয়ে যাবে বলে আশ্বাস দিলেন সংগঠনের সভাপতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *