আইলহাঁস ইউনিয়ন মহিলা দলের সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আইলহাঁস ইউনিয়ন মহিলা দলের সম্মেলন। ইউনিয়নের সব গ্রাম পাড়া থেকে স্বত:স্ফূর্তভাবে মহিলারা এই সম্মেলনে অংশ গ্রহন করেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় টায় ঘোলদাড়ি কাউন্সিল মাঠে সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের আহ্বায়ক রিফাত সুলতানা বহ্নি।

সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন মহিলা দল নেত্রী মো: মর্জিনা খাতুনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শরীফুজ্জামান শরীফ।

সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন,  বেগম খালেদা জিয়া হলেন দেশের নারী সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত। তিনি সবকিছু ত্যাগ করেছেন দেশ এবং দেশের মানুষের জন্য। জিয়া পরিবার এদেশের জনগণের জন্য আশির্বাদ। শহীদ জিয়াউর রহমান যেমন দেশের কৃষক শ্রমিকের উন্নয়নে পদক্ষেপ নিয়েছিলেন তেমনি নারীদের উন্নতির লক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে প্রথম দ্বার উন্মোচন করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন, যেখানে পরিবারের জন্য রেশন কার্ড, স্বার্থ কার্ডের কথা হয়েছে। সরকার পরিচালনার দায়িত্ব পেলে এগুলো বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়া, তারেক রহমান দেশের জন্য নির্যাতন সহ্য করেছেন, লড়াই করেছেন তাই উপস্থিত মা বোনদের প্রতি আহ্বান থাকবে ধানের শীষের পক্ষে থাকার জন্য। যারা ধর্মকে পুঁজি করে ভোট চাচ্ছে, জান্নাত পাওয়ে দেওয়ার মত জঘন্য পাপাচারে লিপ্ত হয়েছে তাদের থেকে সতর্ক থাকতে হবে।

                  সম্মেলনে প্রধান বক্তা ছিলেন- চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার রিনা, বিশেষ অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা খাতুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি শেফালী খাতুন, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, আইলহাস ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বিশ্বাস, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা সানোয়ার হোসেন লাড্ডু।

ইউনিয়ন মহিলা দল নেত্রী কামরুন নাহার কনা‘র পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদল নেতা মামুন অর রশিদ বিশ্বাস, ইউনিয়ন ছাত্রদল সভাপতি আশিক আহমেদ।

উপস্থিত ছিলেন- নাগদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, জেলা কৃষক দলের সদস্য হারুন অর রশিদ গাটু, রাশেদুজ্জামান বাবু, আলমডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মিলন হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী বাবু,আইলহাস ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজ আহমেদ সুজন, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মল্লিক, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন ঝন্টু, সাধারণ সম্পাদক সেলিম রেজা বিটু, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় খান সুজন, নাগদাহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাইনুল ইসলাম সিয়াম, ইউনিয়ন যুবদল নেতা মতিয়ার রহমান মনি সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলনে ০৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি মোছা: মর্জিনা থাতুন, সাধারণ সম্পাদক কামরুল নাহার কনা, সিনিয়র সহ-সভাপতি রহিমা খাতুন, সিনিয়র যুগ্ম সম্পাদক শিউলি খাতুন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে জোসনা খাতুন নির্বাচিত হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *