আজকের চুয়াডাঙ্গা মনিটর
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই জন নিহত এবং একজন আহত হয়েছে। গতকাল সোমবার এই হামলার খবর দিয়েছে রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
ওই সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি বাহিনী নাবাতিহ শহরে একটি গাড়িতে দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর ফলে হাসান আতউই এবং তার স্ত্রী জয়নাব রাসলান নিহত হন। নিহত দু’জনই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। এই দম্পতি অতীতে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে তাদের দুই সন্তানকে হারিয়েছিলেন। হামলার ফলে গাড়িটিতে আগুন ধরে যায়। অ্যাম্বুলেন্সে দেহাবশেষ নিয়ে যাওয়া হয়েছে এবং দমকলকর্মীরা এসে আগুন নেভায়।
পৃথক আরেকটি হামলায় ইসরায়েলি বাহিনী লেবাননের বেকা উপত্যকায় লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি সামরিক মুখপাত্র আভিচায় আদরাই এক্স-পোস্টে বলেছেন, বেকা এলাকায় হিজবুল্লাহর অবস্থানগুলোতে হামলা চালানো হয়েচে – যার মধ্যে যোদ্ধাদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত রাদওয়ান ফোর্স ক্যাম্পগুলোও রয়েছে।
২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি বহাল রয়েছে। কিন্তু ইসরায়েল পর্যায়ক্রমে হামলা চালিয়ে যাচ্ছে।