চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুই মাদকসেবী আটক, জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা পৌর এলাকার মুন্সিপাড়ার মতিয়ার মালিথার ছেলে আকাশ মিয়া (২৪) ও পুরাতন হাসপাতাল পাড়ার সেলিমের ছেলে রাশেদ (৪৯)। পরে আটককৃতদের বিভিন্ন মেয়াদে জেল ও অর্থদন্ড প্রদান করা হয়।

                  চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জালাল খান, উপ-পরিদর্শক মো: কবির উদ্দিন তালুকিদারদের নেতৃত্বে অভিযান চালানো হয়। ঘটনার সময় বিকাল ৪টার দিকে মাদক সেবনরত অবস্থায় রাশেদ ও আকাশকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩০ গ্রাম গাঁজা। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) এস এম আশিস মোমতাজ আকাশ মিয়া ৭ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদন্ড এবং রাশেদকে ১ মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থ প্রদান করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *