মহেশপুর সীমান্তে ৭ বাংলাদেশী নাগরিক আটক, মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৭ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গতকাল সোমবার বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৪ জন নারী, ২ পুরুষ ও ১ জন শিশু। এছাড়াও আরো ৩টি অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ, ২৭৬ পিচ ভায়াগ্রা ট্যাবলেট ও ৩১ বোলত ঔষধ উদ্ধার করা হয়।

                  ৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, গতকাল সোমবার রাত সাড়ে ১২ টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার ৫৩/২-এস এর কাছে মকরধ্বজপুর গ্রামে সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর আগের দিন রাত ১১টার দিকে জীবননগর গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার ৬৮/৩-এস এর কাছে গয়েশপুর গ্রামে নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৭৬ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। সোমবার রাত সাড়ে ১২টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার ৫৩/২-এস এর কাছে  মকরধ্বজপুর গ্রামে সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩১ বোতল ভারতীয় ডরহ ঈবৎবী ঝুৎঁঢ় উদ্ধার করা হয়।

                  এদিকে গতকাল সোমবার বেলা ১২ টার দিকে শ্রীনাথপুর বিওপি’র ৬০/১৫৮-আর এর কাছে  সরিষাঘাটা বাজার নামক স্থান হতে নায়েক মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ২ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। একই দিন সকাল সাড়ে ৭টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার ৬০/৭৪-আর এর কাছে  খোশালপুর গ্রামে হাবিলদার মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৫ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এর মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছে। আটককৃত পুরুষরা হলো যশোর জেলার চাউলিয়া গ্রামের মিলন দাস (৪৫) ও তারক দাস (২৪)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *