চুয়াডাঙ্গা-৬ বিজিবির অভিযানে ৭ দিনে ৭৪ লক্ষ টাকার চোরাচালানপণ্য জব্দ

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালিত একাধিক সফল অভিযানে ৭ দিনে ৭৪ লক্ষ টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ করেছে ৬ বিজিবি। গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে ০৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলমান অভিযানে ২ জন আটকসহ এসকল পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য ৭৪ লক্ষ ১৯ হাজার ৭৮৫ টাকা।

৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চুয়াডাঙ্গা বিজিবির অভিযানে মাত্র ৭ দিনে ৭৪ লক্ষ টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে ০৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলমান অভিযানে তারা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানপণ্য জব্দ করতে সক্ষম হয়েছে।  যার বাজারমূল্য ৭৪ লক্ষ ১৯ হাজার ৭৮৫ টাকা। অভিযান চলাকালীন দর্শনা আইসিপি, সুলতানপুর, বারাদী, বড়বলদিয়া, ফুলবাড়ী, ঠাকুরপুর, মুন্সিপুর, জগন্নাথপুর, আনন্দবাস, নাজিরাকোনা, বাজিতপুর, ইছাখালি ও শৈলমারী বিওপি এলাকার সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে ২ জন চোরাকারবারীকে আটক করে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

৭ দিনের এই অভিযানে ৩ টি স্বর্ণের বার , ১৮২ বোতল ভারতীয় মদ,  ৩৯ গ্রাম হেরোইন, ১.০৪ কেজি গাঁজা, ২২৮ পিস টেপেনটাডল ট্যাবলেট, ২ বোতল বিয়ার, ১৩৫ বোতল ফেন্সিডিল, ২০০ পিস ইয়াবা, ২০৮ প্যাকেট পাতার বিড়ি, ১২ পিস ভারতীয় শাড়ি, ১৩৪১ পিস কসমেটিক্স পণ্য, ১টি ভারতীয় মোবাইল ফোন, ৩৪৬ পিস বিভিন্ন প্রকার ক্রীম, ১৪ কেজি  পেঁয়াজের বীজ এবং ৪৯৮ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়। চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তজুড়ে দীর্ঘদিন ধরে সক্রিয় মাদক ও চোরাচালান চক্রের বিরুদ্ধে বিজিবি গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে এবং সম্ভাব্য অনুপ্রবেশ স্থান সমূহে নিয়মিত অভিযান পরিচালনা করছে। চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *