স্টাফ রিপোর্টার
অবৈধভাবে সীমান্ত পারি দিয়ে ভারতে যাওয়ার সময় ৩ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত শনিবার বিজিবি অভিযানে চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী। এছাড়াও আরো ৩টি অভিযান চালিয়ে মদ ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, গতকাল ভোর রাত সাড়ে ৪টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার ৬০/৭৪-আর এর কাছে বাঘাডাংগা গ্রামের মান্দারতলা নামক স্থানে প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ রামনগর বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা হতে নায়েব সুবেদার মোঃ আব্দুল করিম খান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর আগে শনিবার রাত ৮টার দিকে মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার ৭১/৬-এস এর কাছে মাধবখালী গ্রামে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ মেটেরি বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা হতে হাবিলদার মোঃ কামরুল হাসান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই দিন বেলা ১২টার দিকে জীবননগর বিওপি’র সীমান্ত পিলার ৭১/এমপি এর কাছে সন্তোষপুর গ্রামে প্রতিপক্ষ ৩২ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ মেটেরি বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা হতে হাবিলদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে শনিবার রাত ৮টার দিকে বাঘাডাংগা বিওপির সীমান্ত পিলার ৬০/৩৭-আর এর কাছে বাঘাডাংগা গ্রামে হাবিলদার মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৩ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এর মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী। আটককৃত পুরুষ সদস্যরা হলো নড়াইল জেলার কালিয়া থানার মাধবপাশা গ্রামের মোঃ ইসমাঈল শেখ (২৫) ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার দক্ষিন দৌলতদিয়া গ্রামের আলী হোসেন শেখ (২৫)।