আলমডাঙ্গায় স্বামী-স্ত্রী গ্রেফতার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে স্বামী-স্ত্রীসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬০ (ষাট) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা পৌর এলাকার স্টেশন পাড়ার রেললাইন উওর পার্শের রাস্তা থেকে আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- আলমডাঙ্গা পৌর এলাকার স্টেশন পাড়ার আমজেদ আলীর ছেলে পিকু মন্ডল (৩২) ও পিকু মন্ডলের স্ত্রী বৃষ্টি খাতুন (৩২)।

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা নং ০৬, তারিখ -০৪/১০/২০২৫, ধারা -৩৬(১) সারণির ২৯( ক) /৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। অভিযান প্রসঙ্গে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান পিপিএম বলেন- “মাদক সমাজ ও দেশের জন্য এক বিরাট অভিশাপ। মাদকের বিরুদ্ধে আলমডাঙ্গা থানা পুলিশের অবস্থান সবসময়ই কঠোর। এ ধরনের অভিযানে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *