দর্শনায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিন্টু আটক

দর্শনা অফিস

দর্শনায় মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শেখ মিন্টু (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে দর্শনা পৌর এলাকার শান্তি পাড়া রোডস্থ আলামিনের চায়ের দোকানের সামনে থেকে শেখ মিন্টুকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী  মিন্টু হোসেন দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার  দেলোয়ার হোসেনের ছেলে।

অভিযান চলাকালে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ৪০ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি পাতায় ১০টি করে মোট ৪০০ পিস ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিদর্শক বদরুল হাসান, যিনি এ বিষয়ে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে সন্ধ্যা সোয়া ৬টার দিকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আটকের তথ্য নিশ্চিত করা হয়। মাদকবিরোধী এই ধরনের অভিযান চলমান থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *