স্টাফ রিপোর্টার
দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নে বিভিন্ন গ্রামে পথসভা, গণসংযোগ ও কুশল বিনিময়কালে চুয়াডাঙ্গা ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর রুহুল আমিন বলেছেন- জামায়াত ক্ষমতায় গেলে কৃষকবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে।শনিবার বেলা ৪ টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কার্পাসডাঙ্গা বাজারে বয়রা গ্রামে ও বাঘাডাঙ্গা গ্রামে গণসংযোগ পথসভা ও কুশল বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন বিগত সরকার ২৫ লক্ষ টাকা চুরি করার কারণে আমাদের অর্থনৈতিক ব্যয় বৃদ্ধি পেয়েছে। রাস্তা দিয়ে চলে যায় না, ঔষধের দাম বৃদ্ধি পেয়েছে, একজন চিকিৎসক পূর্বে ২০০ টাকা ভিজিট নিতেন, এখন ভিজিট হয়ে গিয়েছে ৫০০ থেকে ৭০০ টাকা, এর আগে একটি লেবার ২০০ টাকা নিতেন, এখন একজন লেবার ৫০০ টাকা নেয়, তাও পাওয়া যায় না। তারা কাজ করে সকাল থেকে দুপুর পর্যন্ত। তিনি বলেন জুলাই বিপ্লবের পর যারা ছিল তারাই আছে, শুধুমাত্র খোলস পাল্টিয়েছে। তিনি বলেন, আপনার টাকা আছে আপনি ব্যবসা করবেন কাউকে চাঁদা দিবেন না বেধে রাখবেন। আপনাদের পাশে আইন শৃঙ্খলা বাহিনীও জামায়াত কর্মীরা দাঁড়াবে। তিনি আরো বলেন দুর্নীতি আর উন্নতি একসাথে চলতে পারে না।
উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান জেলা সহকারি সেকেটারি আই.বি ডব্লিউ এফ এর জেলা সভাপতি আব্দুল কাদের, জেলা সেক্রেটারি আবু উবাইদা, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জীবননগর উপজলো আমীর মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমীর সাখাওয়াত হোসেন, হাফেজ বিল্লাল হোসেন, জীবননগর উপজলোর সেক্রেটারি মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, ব্যবসায়ী নেতা মোতাহারুল ইসলাম, আড়িয়ার খান, আশাদুল ইসলাম, মাওলানা জসিম উদ্দীন, আতিয়ার রহমান, যুবনেতা মাহিদুল ইসলাম, আব্দুল মোতালেব,আশিকুর রহমান প্রতিক, সোহেল তানভীর, সায়মুম শাহরিয়ার ও নাজমুল মৃধা প্রমুখ।
কাপাসডাঙ্গায় গণসংযোগ পথসভা ও মতবিনিময়ে জামাতের জেলা আমীর রুহুল আমিন
