স্টাফ রিপোর্টার
মহেশপুর ও জীবননগর সীমান্তে বিজিবি অভিযান ভায়াগ্রা ট্যাবলেট, ফেন্সিডিল ও বিপুল পরিমাণ ঔষধ আটক করেছে। গতকাল বুধবার বিজিবি পৃথক ৪টি অভিযান চালিয়ে এ মাদক দ্রব্য ও ঔষধ আটক করা হয়। তবে এ ঘটনায় কোন মাদক পাচারকারীকে আটক করা যায়নি।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল বুধবার ভোর রাত সাড়ে ৪টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার ৫৩/এমপি কাছে মকরধ্বজপুর গ্রামে সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৭২ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ১২টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার ৬০/৭৪-আর কাছে খোশালপুর গ্রামে হাবিলদার মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। রাত দেড় টার দিকে জীবননগর উপজেলার নিমতলা বিওপি’র সীমান্ত পিলার ৭৫/২-এস কাছে ঈশ্বরচন্দ্রপুর গ্রামে নায়েব সুবেদার মোঃ আসাদুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এদিকে ভোর রাত সাড়ে ৪টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার ৫৩/এমপি কাছে মকরধ্বজপুর গ্রামে সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় এড়ঁ ঃবী ঁহধহর গবফরপরহব- ৮ হাজার ৫শ পিচ আটক করা হয়। আটককৃত ঔষধের আনুমানিক বাজার মূল্য-২ লাখ সাড়ে ১২ হাজার টাকা।