স্টাফ রিপোর্টার
‘চুয়াডাঙ্গার স্বাস্থ্যসেবার উন্নয়নে আমরা হাতে হাত রেখে কাজ করব’ এমনই এক অঙ্গীকারের মধ্যদিয়ে আগামী দিনের সম্ভাবনাময় একঝাঁক চিকিৎসক তাদের পথচলার আগাম ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার শহরের পুলিশ পার্কে দিনব্যাপী চড়ুইভাতি ও পুনর্মিলনী উপলক্ষ্যে দিনব্যাপী আয়োজিত মিলনমেলায় আনন্দ, ঐক্য ও মানবকল্যাণের বার্তা দিয়েছেন ছড়িয়ে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা।
চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (সিএমএসএ)-এর ব্যানারে আয়োজিত এই মিলনমেলায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার ৮০ জন শিক্ষার্থী আয়োজনে অংশগ্রহণ করেন। আনন্দঘন এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে জেলার স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সিএমএসএ’র সাধারণ সম্পাদক ডা. আব্দুল মোমিন হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আকলিমা খাতুন, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. ফারহানা ওয়াহিদ তানি, ডা. অনিক চৌধুরি ও ডা. প্রান্ত। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে চিকিৎসা ক্ষেত্রে সততা, আন্তরিকতা ও মানবসেবার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
ব্যতিক্রম এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলেন ডা. এহসানুল হক তন্ময়, ডা. মাহবুবুর রহমান মিলন, ডা. ফকির মোহাম্মদ, ডা. শফিউজ্জামান সুমন, ডা. ইনসানুল আলম, ডা. ফারহানা ওয়াহিদ তানি, ডা. সালমা শাহনেওয়াজ পারভীনসহ আরও অনেকে।
সিএমএসএ’র সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ শাহরিয়ার সিয়াম ও ডা. তানজিলা তাসমিম চাঁদনীর সঞ্চালনায় দিনব্যাপী এই আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, দিকনির্দেশনামূলক সেশন ও অভিজ্ঞতা বিনিময়।
এসব সেশনে শিক্ষার্থীরা বলেন, আমরা চাই আগামী দিনে চুয়াডাঙ্গার প্রত্যন্ত গ্রামেও যেন সমান স্বাস্থ্যসেবা পৌঁছে যায়। শুধু ডাক্তার নয়, একজন সচেতন সমাজকর্মী হিসেবেও মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। চুয়াডাঙ্গাকে স্বাস্থ্যখাতে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আমাদের চিকিৎসা শিক্ষার অভিজ্ঞতা ও দক্ষতা আমরা নিজের এলাকার মানুষের কল্যাণে কাজে লাগাবো। চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টাতেই একটি সুস্থ ও সুন্দর চুয়াডাঙ্গা গড়ে তোলা সম্ভব।