আলমডাঙ্গা নানবারে পাটকাঠির গোডাউনে আগুন লেগে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

আলমডাঙ্গা নানবারে পাটকাঠির গোডাউনে আগুন লেগে ৬ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। গতকাল সকাল ৮টার সময় এই দুর্ঘটনা ঘটে।

আলমডাঙ্গা অফিস

জানা গেছেম আলমডাঙ্গা উপজেলা গাংনী ইউনিয়নের নানবার গ্রামের আব্বাস আলির ছেলে আকরাম হোসেনের বাড়ি সংলগ্ন পাটকাঠির গোডাউনে আগুন লেগে যায়। বৃহত্তর কুষ্টিয়ার জনপদে ধান পাট ভুট্টা সবজির সাথে পাল্লা দিয়ে পানের চাষ করে থাকে কৃষকরা। এই পান চাষের জন্য পানের বরোজ তৈরি করতে পাটকাঠির প্রয়োজন হয়। তাই পাটকাঠি বর্ষার পরে সঞ্চয় করে রাখে পাটকাঠি ব্যাবসায়ীরা।

এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর অসাবধানতার জন্য আগুন ধরে যায় বলে অনেকেই মন্তব্য করেছেন। ঘটনাস্থলে প্রত্যেকদর্শী পাটকাঠি ব্যাবসায়ী মোমিন হোসেন বলেন আকরাম হোসেনের পাটকাঠির গোডাউনে মোট ২৮০০ আঁটি পাটকাঠি মজুত ছিল।যার আনুমানিক মূল্য ৬ থেকে ৭ লক্ষ টাকা।সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের টিম প্রায় ৩ ঘণ্টা পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আলমডাঙ্গা থানা পুলিশ ও আসমানখালি পুলিশ ক্যাম্পে ঘটনাস্থল পরিদর্শন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *