আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে শরীফুজ্জামান শরীফকে সমর্থন জানিয়ে হাটবোয়ালিয়া বাজারে ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করেছেন। গতকাল বুধবার বিকেলে ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতানের নেতৃত্বে নেতা-কর্মীরা হাটবোয়ালিয়া বাজারের ব্যবসায়ী ও হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের মাঝে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন এবং লিফলেট বিলি করেন।
এ সময় ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফকে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে পূর্ণ সমর্থন জানান।
তারা বলেন, আওয়ামী লীগের শাসনামলে আমাদের উপর অন্যায়, অত্যাচার, নির্যাতনের সময় শরীফ ভাই সব সময় আমাদের পাশে ছিলেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা তাকেই ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, যুগ্ম সম্পাদক তুহিবুল হুদা তুহিন, মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোমিনুল ইসলাম রাজু, কৃষকদল সভাপতি জাকির হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হুদা, সাধারণ সম্পাদক উসমান গনি, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, ৬নং ওয়ার্ড সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আবু সাইদ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।