চুলে তেল ব্যবহারের সময় এই ৭ ভুল করছেন না তো?

অনলাইন ডেস্ক

চুলের যত্নে তেলের উপকারিতার কথা আমরা সবাই জানি। তবে কিছু ভুলের কারণে কিন্তু এই তেলই চুলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

জেনে নিন তেল ব্যবহারের সময় কোন বিষয়গুলো মনে রাখা জরুরি।

১। চুলে খুশকি থাকলে তেল ব্যবহার করবেন না। এতে খুশকি আরও জেঁকে বসতে পারে। তেলের বদলে অ্যালোভেরা জেল বা নিম পাতার গুঁড়া দিয়ে প্যাক বানিয়ে চুলে ব্যবহার করুন। খুশকি যেমন কমবে, তেমনি চুল থাকবে ঝলমলে।

২। অতিরিক্ত তেল ম্যাসাজ করতে যাবেন না চুলে। জবজবে তেল দিলে সেটা পরিষ্কার করতে বাড়তি শ্যাম্পু এবং পানির প্রয়োজন হবে যা চুলের জন্য ক্ষতিকর।

৩। তৈলাক্ত চুলে বাড়তি তেলের প্রয়োজন নেই। তেলের বদলে অ্যালোভেরা জেল ম্যাসাজ করুন চুলে।

৪। চুলে তেল দিয়ে বাইরে যাবেন না। যেতে হলে অবশ্যই চুল ঢেকে রাখুন। তৈলাক্ত চুলে ধুলাবালি বেশি জমে।

৫। সারারাত চুলে তেল দিয়ে রাখবেন না। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে চুলের ফলিকল। সর্বোচ্চ ৩ থেকে ৪ ঘণ্টা চুলে তেল রাখুন।

৬। তেল দেওয়ার আগে আঁচড়ে নিন চুল। চুল দেওয়ার পর চুল আঁচড়ানো কিংবা টেনে বাঁধা অনুচিত।

৭। তেল দিয়ে চুল ম্যাসাজ করুন ৫ থেকে ৭ মিনিট। এর বেশি ম্যাসাজ করলে চুলের গোড়া দুর্বল হয়ে যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *