ইসরায়েলের ‘গুরুত্বপূর্ণ’ গুপ্তচরকে ফাঁসি দিলো ইরান

অনলাইন ডেস্ক


ইসরায়েলের সঙ্গে গত জুনে সংঘটিত সংক্ষিপ্ত যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির জেরে প্রতিপক্ষ শিবিরের হয়ে কাজ করা গুপ্তচরদের ধরতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে ইরান। গত কয়েক মাসে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বেশ কয়েকজন গুপ্তচরকে শনাক্তের পর গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি। বিশ্বাসঘাতকতার জন্য ফাঁসিতে ঝুলতে হয়েছে ইরানের এক পরমাণু বিজ্ঞানীকেও।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বহমান চৌবি নামের ওই গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরানের বিচার বিভাগ-সম্পর্কিত সংবাদমাধ্যম মিজান অনলাইনের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, চৌবি একজন ডেটাবেইস সিস্টেম বিশেষজ্ঞ ছিলেন। একটি জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ও টেলিযোগাযোগ-সংক্রান্ত প্রকল্পগুলোতে প্রবেশাধিকার পেয়েছিলেন তিনি।

মিজানের প্রতিবেদনে বলা হয়, চৌবি প্রতিষ্ঠানটির সব প্রকল্পের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং দেশের গুরুত্বপূর্ণ ও সার্বভৌম ডেটাবেইসগুলোতে উচ্চপর্যায়ের প্রবেশাধিকার তার কাছে ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, মোসাদের মূল উদ্দেশ্য ছিল তার মাধ্যমে সরকারি ডাটাবেজে প্রবেশাধিকার অর্জন এবং ইরানের ডেটা সেন্টারে বিপর্যয় ঘটানো। পাশাপাশি তারা ইলেকট্রনিক সরঞ্জাম আমদানির পথ অনুসন্ধানসহ অন্যান্য লক্ষ্যও অনুসরণ করেছিল।

এর আগে, ইরানের সুপ্রিম কোর্ট আসামির আপিল প্রত্যাখ্যান করে এবং পৃথিবীতে দুর্নীতি ছড়ানোর অভিযোগে মৃত্যুদণ্ড বহাল রাখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *