স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৫ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃত ১৫ বাংলাদেশীর মধ্যে ৫ জন পুরুষ, ৬ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। এছাড়াও আরো দুটি অভিযানে ৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে সামন্তা বিওপি’র সীমান্ত পিলার ৫৯/৩-এস এর কাছে জীবননগর পাড়া নামক গ্রামের মাঠের মধ্যে হাবিলদার মো: জুয়েল আহমেদের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ৮টার দিকে জীবননগর বেনীপুর বিওপি’র সীমান্ত পিলার ৬২/২-এস এর কাছে নবদূর্গাপুর গ্রামে সুবেদার মোঃ শরাফত আলীর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপরদিকে শনিবার রাত ৭টার দিকে বাঘাডাংগা বিওপির সীমান্ত পিলার ৬০/৩৭-আর কাছে বাঘাডাংগা গ্রামে সুবেদার মোঃ আতিয়ার রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৬ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃত পুরুষ সদস্যরা হলো নড়াইল জেলার কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের হাসান কাজী (৪৩) ও খুলনা জেলার পাইকগাছা উপজেলার খড়িয়া লেবুবুনিয়া গ্রামের তরুন কান্তি মন্ডল (৪৩)।
এদিকে গতকাল রবিবার সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লাপাড়া বিওপির সীমান্ত পিলার ৬০/৭৪-আর কাছে বাঘাডাংগা গ্রামে হাবিলদার মোঃ আব্বাস আলী খন্দকারের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকারে ৯ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃত পুরুষ সদস্যরা হলো ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার চাঁচড়া গ্রামের পঙ্কজ দাস (৪৬), মাগুড়া জেলার বেরইল গ্রামের সুজিত বিশ্বাস (৫৬) ও মুন্সিগঞ্জ জেলার চর শিলমন্দি গ্রামের মোঃ শাহিন (২৭)।