চুয়াডাঙ্গায় ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার

জুলাই সনদের বাস্তবায়ন, আওয়ামী লীগের দোসর ও ভারতের এজেন্ট হিসেবে বিবেচিত জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করণ, আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান ও জাতীয় সংসদে উচ্চকক্ষ গঠন ও পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার বাদ আসর জেলা শাখার কার্যালয়ের সামনের সড়কে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সেক্রেটারি মাওলানা জুবায়ের খান।

দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার হরণ, বিদেশি প্রভাব বিস্তার ও সরকারের স্বেচ্ছাচারী কর্মকাণ্ড জাতীয় রাজনীতিকে অচলাবস্থার দিকে ঠেলে দিয়েছে। তাঁরা দাবি করেন, জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। জনগণের অধিকার বাস্তবায়ন না হলে আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করবে।

বক্তারা অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের সময় বিভিন্ন প্রশাসনিক পদে থাকা কিছু কর্মকর্তা এখনও বিরোধী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন। এসব কার্যক্রম বন্ধ না হলে গণতান্ত্রিক প্রক্রিয়া বড় ধরনের শঙ্কার মুখে পড়বে বলে সতর্ক করেন তাঁরা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাই সনদ” কোনো সাধারণ রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার রক্ষার রূপরেখা। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ও বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।

আয়োজিত বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সদর থানার সেক্রেটারি মাওলানা আহমাদ যুবায়ের ও মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা মূসা নূর, মাওলানা আব্দুল হাই, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ফয়জুল্লাহ আল মুনির এবং মাওলানা জামাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *