স্টাফ রিপোর্টার
স্বতঃস্ফূর্তভাবে মহিলাদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো খাসকররা ইউনিয়ন মহিলা দলের সম্মেলন। ইউনিয়নের সব গ্রাম পাড়া থেকে প্রায় ৭০০ মহিলা এই সম্মেলনে অংশ গ্রহন করেন। শুক্রবার বিকাল ৩টায় খাসকররা স্কুল মাঠে সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সম্মেলনের উদ্বোধনের ঘোষণা করেন আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের আহ্বায়ক রিফাত সুলতানা বহ্নি। সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন মহিলা দল নেত্রী চম্পা খাতুনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দেশের কৃষক ও মহিলাদের জন্য শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। দেশের অর্ধেক জনগোষ্ঠী মহিলা, সমাজকে বিএনপির কর্মপরিকল্পনা রয়েছে। আমরা জানি দেশের মা-বোনেরা ধানের শীষকে পছন্দ করে এবং সুযোগ পেলেই বিএনপিকে ভোট প্রদান করেন। তিনি বলেন, একটি দল ধর্মকে পুঁজি করে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বিভ্রান্ত করছে, তারা দাবি করছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। একটা দলকে বা তাদের প্রতীকে ভোট দিলে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে ধর্ম কর্ম বাদ দিয়ে মানুষ ঐ প্রতীকে ভোট দিয়েই বেহেশত পেয়ে যেত। ধর্ম নিয়ে এই ব্যবসা যারা করে তাদের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমরা নিজ নিজ ধর্মে বিশ্বাস করি এবং তা পালনও করি। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামের কথা বিবেচনা করে এবং আগামীদিনের বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তারেক রহমান দেখেছেন সেই বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট দিবেন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা খাতুন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শেফালী খাতুন, সিনিয়র যুগ্ম সম্পাদক ছালমা জাহান পারুল, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা। ইউনিয়ন মহিলা দল নেত্রী মর্জিনা খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক হোসেন, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সাফায়েত হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসিম পারভেজ, মহিলা দল নেত্রী শ্রীমতি অসীমা। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আনছার আলী জোয়ার্দ্দার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাফিজ উদ্দিন বাবলু, ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, ক্রীড়া সম্পাদক বিক্রম সাদিক মিলন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেল, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, খাসকররা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাস্টার, যুগ্ম সম্পাদক তমসের আলী, ফরিদুল সলাম, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু জিহাদ,সদস্য আব্দুল লতিফ, স্বেচ্ছাসেবক দল নেতা আলম, বুলবুল আহমেদ শিপন, মৎস্যজীবী দলের ইউনিয়ন সাধারণ সম্পাদক শাহীন, ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আইরিন রহমান সাথী।