স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন ড্রিলসেডে এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। একই সাথে অবসরে যাওয়া ৪ পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।
পুলিশ সুপার কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার-ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা, ক্যাম্প, ও ফাঁড়িতে ক্রোকারিজ এবং দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করা হয়। এছাড়াও চুয়াডাঙ্গা জেলা হতে অবসর উত্তর ছুটি যাওয়া এএসআই(নিরস্ত্র)/ মোঃ লতিফুর রহমান, কনস্টেবল/ মোঃ আমিরুল ইসলাম, কনস্টেবল/ মোঃ আব্দুল হান্নান, কনস্টেবল/ মোঃ আবুল কালাম আজাদ পেশাদারিত্বের সাথে চাকুরিকাল শেষ করে অবসর গ্রহণ করায় পুলিশ সুপার মহোদয় উপহার ও শুভেচ্ছা প্রদান করেন।
উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন জনাব অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ আনোয়ারুল কবির, ডিআইও-১ শফিকুর রহমানসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।