স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা দৌলতদিয়ার দক্ষিনপাড়ায় সার্বজনীন মন্দিরে দুর্গা প্রতিমা ভাঙচুর সংক্রান্ত ফেসবুক পোস্টটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। গতকাল সন্ধ্যা ৬টার দিকে ৬৪ জেলা সনাতনী পরিবার নামক ফেসবুক পেজে এ সংক্রান্ত মিথ্যা পোষ্ট আপলোড করা হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। তবে মন্দিরে গিয়ে দেখা যায় কোন ধরনের ঘটনায় ঘটেনি। প্রশাসন এ ঘটনায় গুজবে কান না দেওয়ার জন্য জনগণকে আহবান জানিয়েছেন।
জেলা পুলিশ জানায়, ফেসবুক পোস্টটি নজরে আসার সাথে সাথে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে ঘটনার কোন সত্যতা পাওয়া যায়নি। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সর্বদা তৎপর। সকলকে গুজব প্রতিরোধে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, সদর উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ, সদর থানার অফিসার ইনচার্জ খালিদুর রহমান, জেলা পূজা উদযাপন কমিটির সম্বন্বয়ক হেমন্ত কুমার সিংহ রায়সহ অনেকে।
জেলা পূজা উদযাপন কমিটির সম্বন্বয়ক হেমন্ত কুমার সিংহ রায় বলেন, ছবিটি ফেক। ২০২১ সালের এ ছবিটি বর্তমান বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা এ ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করছি।