মুজিবনগরের উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জেলা প্রশাসকের

মুজিবনগর প্রতিনিধি

‎মুজিবনগর শুধুই একটি ভৌগোলিক নাম নয়, এটি আমাদের গর্ব, আমাদের ইতিহাস। এ এলাকার উন্নয়ন শুধু মেহেরপুর নয়, সারা দেশের জন্যই গুরুত্বপূর্ণ। আপনাদের সকলের সহযোগিতা পেলে মুজিবনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন নবাগত মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম। গতকাল বুধবার দুপুরে মুজিবনগর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

‎মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সুধীজন উপস্থিত ছিলেন।

‎জেলা প্রশাসকের আগমন উপলক্ষে এসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মণ্ডল। অনুষ্ঠানের শুরুতে মুজিবনগর উপজেলার বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর তাজ উদ্দিন খান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, জনপ্রতিনিধি আব্দুর রশিদ, নাগরিক পার্টির জেলা যুগ্ম সমন্বয়ক আরিফ হোসেন, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি হাজী ওমর ফারুক প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খান, উপজেলা ইমাম সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম, মুজিবনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেন, গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম এবং ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমানসহ উপস্থিত বিশিষ্টজনরা।‎

                  ‎বক্তারা এলাকায় উন্নয়নের ধারাকে আরও গতিশীল করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষার মানোন্নয়ন, কৃষি খাতের সম্প্রসারণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং তরুণদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিয়ে প্রশাসনের মনোযোগ আকর্ষণ করেন।

‎প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম আরও বলেন, প্রশাসন একা কিছু করতে পারে না। আমরা চাই একটি অংশীদারিত্বভিত্তিক উন্নয়ন। আপনাদের পরামর্শ, অংশগ্রহণ ও সহযোগিতা থাকলে যেকোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *