হাসান নিলয়, জীবননগর
জীবননগরে সোনালী ব্যাংকের সাথে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফিসহ বিবিধ ফি/চার্জ আদায় কার্যক্রমের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় সোনালী ব্যাংক পিএলসি জীবননগর শাখার আয়োজনে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সেমিনার কক্ষে এই চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার(ইনচার্জ) হারুনুর রশিদ।
শাপলাপুলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাকি বিল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সোনালী ব্যাংক জীবননগর শাখা প্রধান আব্দুল হান্নান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াদুল ইসলাম, সিনিয়র অফিসার আসাদুল ইসলাম, সিনিয়র শিক্ষক শফিউল্লাহ, সিনিয়র শিক্ষক নুর কুতুবুল আলমসহ প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বাকি বিল্লাহ ব্যাংক কর্তৃপক্ষ ও উপস্থিত স্কুল শিক্ষক পরিষদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সহযোগিতা কামনা করেন। এছাড়াও চুক্তিপত্র সম্পাদন অনুষ্ঠানে স্কুলের পক্ষে স্বাক্ষর করেন বাকী বিল্লাহ এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার হারুনুর রশিদ।