তৌহিদ উদ দৌলা রেজা, মেহেরপুর
কোন পুলিশ সদস্য যদি মাদক বা জুয়ার সাথে জড়িত থাকে কিংবা কোন অপরাধের সাথে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে যদি কেউ এ বিষয়ে জানাতে পারে তবে নিশ্চিত থাকেন ব্যবস্থা গ্রহণ করা হবে। এভাবেই বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিজের অবস্থান জানান দিলেন মেহেরপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
গতকাল বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। এসময় জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। জেলায় দায়িত্ব গ্রহণের পর জেলার অবস্থা বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন অপরাধ সম্পর্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, জেলাকে এগিয়ে নিতে ও অপরাধ দমনে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে টহল বাড়ানো এবং নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান নবাগত পুলিশ সুপার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুল করিমসহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন ও পুলিশের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।