স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ ও ফেন্সিডিল আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনাই কাউকে বিজিবি আটক করতে পারেনি।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার ৪৭/৪-এস এর কাছ থেকে গোপালপুর গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার মোঃ শাহানুর আলমের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। গতকাল সোমবার ভোর রাত ৪টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার ৬০/৩৭-আর কাছ থেকে বাঘাডাংগা গ্রামের মোঃ সাব্বির হোসেনের বাশঁ বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ জিনারুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।