আইলহাঁস গ্রামে ২১৬ বোতল হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালকোহলসহ এক ব্যক্তি গ্রেফতার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

আলমডাঙ্গায় পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২১৬ বোতল হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালকোহলসহ (রেক্টিফাইড স্পিরিট) এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যান ও কাগজের কার্টুনে রাখা মাদকদ্রব্য জব্দ করা হয়। গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে তিয়রবিলা পুলিশ ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

আলমডাঙ্গার থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আইলহাঁস ইউনিয়নের নিমতলা মাঠে রাস্তার উপর থেকে কুটিপাইকপাড়ার মৃত ওয়াছ উদ্দিনের ছেলে ফেলু মণ্ডলকে (৪০) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে কাগজের কার্টুনে কর্কযুক্ত ২১৬ বোতল হোমিওপ্যাথিক অ্যালকোহল উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় কৌশলে তার  তিনজন সহযোগী পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ফেলু মণ্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *