চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬ ইউনিয়ন বিএনপির কর্মীসভায় শরীফুজ্জামান

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়টি ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টা থেকে শুরু হয়ে কর্মসূচি চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। পৌর শহরের মক্তিপাড়ায় তার ব্যক্তিগত কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

                  সভায় প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘দলকে শক্তিশালী করার জন্য প্রত্যেক নেতাকর্মীকেই নিবেদিত থাকতে হবে। বিএনপির মূল শক্তি তৃণমূল কর্মী, তাদের সংগঠিত করাই হবে আগামী দিনের বড় চ্যালেঞ্জ। ধানের শীষের প্রতীকের জন্য একতাবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়া যাবে না, দলীয় শৃঙ্খলার বাইরে কেউ গেলে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে। রাজনীতি মানে জনগণের কল্যাণ, তাই জনগণের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।’ তনি বলেন, ‘নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিএনপিকে আরও সুসংগঠিত করতে হবে। ভোটের মাঠে ধানের শীষের জয় নিশ্চিত করতে হলে আমাদের থেকে থাকা চলবে না। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। মানুষের অধিকার আদায়ের আন্দোলন, সংগ্রাম ও নির্বাচনে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। আমাদের লক্ষ্য দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। এ জন্য প্রত্যেক ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে হবে। কোনো ভেদাভেদ নয়, ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। এ ঐক্যই আমাদের ভবিষ্যৎ লড়াইয়ের মূল শক্তি হবে।’

                  সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, সহসভাপতি ইকরামুল হক, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মহাবুল হক মহাবুব এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।

                  এসময় উপস্থিত ছিলেন- শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোবর জোয়ার্দার হিমু ও সাধারণ সম্পাদক মাসুদুর রায়হান কাজল, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন ও সাধারণ সম্পাদক আব্দুল ছালাম, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালে ও সাধারণ সম্পাদক আখতিয়ার হোসেন আখতার, নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নূরগনী সামদানী ও সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন।

এছাড়াও কুতুবপুর ইউনিয়ন বিএনপিসহ ছয়টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা কর্মীসভায় অংশ নেন। কর্মীসভায় ইউনিয়ন ভিত্তিক ধারাবাহিকভাবে প্রতিটি সেশন অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বিএনপিকে তৃণমূল থেকে শক্তিশালী করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *