স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার নুরনগর থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার বেলা ২টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় ২৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে হাসিবুল (৩৮)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সংস্থার বিভাগীয় পরিদর্শক শাহ জালাল খান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় নুরনগর গ্রামের মাদক ব্যবসায়ী হাসিবুলেন বাড়িতে অভিযান চালিয়ে ঘরের মধ্যে টেবিলের ড্রয়ার থেকে ২৮পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক করা হয় হাসিবুলকে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে উপ-পরিদর্শক মো: কবির উদ্দিন তালুকদার বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেছেন।