স্টাফ রিপোর্টার
৫২ তম জাতীয় আন্তঃস্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলায় গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী বালক বিভাগে চুয়াডাঙ্গা একাডেমী ২-০ গোলে আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় কে পরাজিত করেছে। এছাড়া জয় লাভ করেছে তালতালা হাজরাহাটি মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয় কোটালি মাধ্যমিক বিদ্যালয়, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় ও হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়।
২-০ গোলে জয়লাভ করে শুভ সূচনা করাই চুয়াডাঙ্গা একাডেমী সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) ফিরোজ উদ্দিন সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয় জয়লাভ করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন সকল ছেলেরা কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। গতকালের খেলাগুলো সার্বিকভাবে পরিচালনায় সহযোগিতা করেন হাফিজুর রহমান, আব্দুল হাই, রকিবুল ইসলাম (ইসলাম রকিব) ফিরোজ উদ্দিন, শোয়েব আহমেদ, মুক্তাদির রহমান, হাসান আলি, খাজের আলী, বিলকিস নাহার, আইরিণ ইসলাম ও ইমাম হোসাইন।