স্টাফ রিপোর্টার
জীবননগর ও মহেশপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১ জন আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি সীমান্তে পৃথক ৯টি স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, ভায়াগ্রা, মদ ও ইয়াবাসহ এক মাদকপাচারকীকে আটক করা হয়। আটক আবুল কালাম (৩০) জীবননগর উপজেলার নতুন পাড়া এলাকার বাসিন্দা। এছাড়াও মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে ১ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে জীবননগর বিওপি’র সীমান্ত পিলার ৬৪/এমপি হতে ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের মোল্লা ব্রিকস এর সামনে হাবিলদার মো: বিল্লাল হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদকপাচারকারী নতুন পাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে মো: আবুল কালামকে ১৮ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল ও ১টি ভ্যান গাড়ীসহ আটক করা হয়। একই দিন রাত ১টার দিকে যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার ৪৮/এমপি হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পারগোপালপুর গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার মো: আঃ মান্নান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১ হাজার ৫১২ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। ভোর সাড়ে ৫টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার ৬০/৭৪-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামে হাবিলদার মো: গোলাম মাওলা এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ পিচ ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর নিমতলা বিওপি’র সীমান্ত ৭৫/৩-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামে নায়েব সুবেদার মো: আছাদুর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৯ বোতল ভারতীয় মদ ও ২৪০ পিচ ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ১১টার দিকে রাজাপুর বিওপি’র সীমান্ত ৭৩/১-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া গ্রামে হাবিলদার মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৭১ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৫২০ পিচ ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত ১০টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার ৬১/১৬-আর হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামে নায়েব সুবেদার আবুল হাসান খান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৯৬ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত ১১টার দিকে শ্যামকুড় বিওপি’র সীমান্ত পিলার ৬০/১২২-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্যামকুড় গ্রামে হাবিলদার গোবিন্দ কুমার দেবনাথ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৭০ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত সাড়ে ১০টার দিকে জীবননগর মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার ৬৩/৬-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামে হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৮ বোতল মদ উদ্ধার করা হয়। রাত সাড়ে ১১টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার ৫১/৫-এস হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লেবুতলা গ্রামে হাবিলদার মো: বকুল আলী এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৫৭ পিচ ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল বুধবার বেলা ১২টার দিকে পলিয়ানপুর সীমান্তের শূন্য রেখায় বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ১ নারী বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।