চুয়াডাঙ্গায় গাঁজা সেবনের দায়ে ৪ মাদকসেবীর জেল ও জরিমানা

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় গাঁজা সেবনের দায়ে ৪ মাদকসেবীর কারদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও প্রত্যেককে ৫০টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা শহরে পৃথক দুটি এলাকা থেকে এদের গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলো চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ গ্রামের শহিদুলের ছেলে জীবন আলী (২৮), সিএন্ডবি পাড়ার আব্দুস সামাদের ছেলে আলামিন (১৯), শেখ পাড়ার কালামের ছেলে রাসেল শেখ (২০) ও ইসলাম পাড়ার জাকেল আলীর ছেলে মিলন (৩৭)।

                 জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পরিদর্শক  শাহ জালাল খান ও উপ-পরিদর্শক  মো: কবির উদ্দিন তালুকদাদের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় চুয়াডাঙ্গা দৌলতদিয়ার মাথাভাঙ্গা ব্রিজ সংলগ্ন ও হকপাড়া মনসুরের গলির সামনে হতে ৪ যুবককে মাদক সেবনরত আবস্থায় আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪০ গ্রাম গাঁজা। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও চুয়াডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি)  এস এম আশিস মোমতাজ আসামীদেরকে ১৫ দিন করে  বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে  অর্থদণ্ড প্রদান করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *