স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর কলেজপাড়ায় তদারকিমূলক অভিযান চালিয়ে বেকারী সামগ্রীতে পণ্য সম্পকিত তথ্য প্রদান না করা, ব্যবহৃত ফ্লেভারে যথাযথ তথ্য না থাকা ও মেঝেতে বেকারী পণ্য সংরক্ষণ করার কারণে চুয়াডাঙ্গা ফুড প্রোডাক্টাসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। পরিচালিত এ অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, বেকারী তদারকি করা হয়।
জেলা ভোক্তা অধিকার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চুয়াডাঙ্গা শহরের পৌর কলেজ পাড়ায় ভোক্তা অধিকার অভিযান চালায়। এ সময় বেকারী সামগ্রীতে পণ্য সম্পকিত তথ্য প্রদান না করা, ব্যবহৃত ফ্লেভারে যথাযথ তথ্য না থাকা ও মেঝেতে বেকারী পণ্য সংরক্ষণ করার অপরাধে মোঃ কামরুজ্জামান এর বেকারী চুয়াডাঙ্গা ফুড প্রোডাক্টাসকে প্রশাসনিক ব্যবস্থায় ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সংশ্লিষ্ট বেকারীকে ত্রুটি সমূহ সংশোধন করার নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনার সময় ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটা টীম উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গার পৌর কলেজ পাড়ায় ভোক্তার অভিযান মেঝেতে পণ্য সংরক্ষণ করায় এক বেকারীকে জরিমানা
