গাংনী মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন

মেহেরপুর অফিস

মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রী কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়। এসময় কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। নবীন শিক্ষার্থীদের হাসি-আনন্দ ও নতুন জীবনের স্বপ্নে ভরে ওঠে পুরো ক্যাম্পাস। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খোরশেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, “একাদশ শ্রেণীর এই যাত্রাই মূলত উচ্চ শিক্ষার ভিত্তি। তাই শুরু থেকেই মনোযোগী হতে হবে। মনে রাখবা অন্যের উপরে নির্ভরশীল না হয়ে ভালো লেখাপড়া শেষে চাকুরী করে নিজের উপর নির্ভরশীল হতে হবে। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খোরশেদ আলী তার বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের কলেজের ঐতিহ্য, শৃঙ্খলা ও শিক্ষার মান বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, এই কলেজের প্রতিটি শিক্ষার্থীই আমাদের গর্ব। তাই তোমাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে ইতিবাচক। আমরা চেষ্টা করব তোমাদের সর্বোচ্চ মানের শিক্ষা ও সহায়তা দিতে।

অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীগন বক্তব্য রাখেন। বক্তব্য শেষে ভর্তিকৃত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *