আলমডাঙ্গায় প্রিমিয়ার লিগের ফাইনালে ফায়দা এগ্রো একাদশের শিরোপা জয়

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা প্রিমিয়ার লিগ (এপিএল) ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামলো এ মৌসুমের সবচেয়ে আলোচিত ক্রিকেট আসরের। শুক্রবার বিকালে আলমডাঙ্গার বিটিম মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এ ফাইনাল খেলা। টসে জিতে প্রথমে ব্যাটিং করে কোবা রাইডার্স। নির্ধারিত ১৩ ওভার ৫ বল খেলে তারা সবক’টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০৫ রান। জবাবে ব্যাট করতে নেমে ফায়দা এগ্রো একাদশ দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়। কোনো উইকেট না হারিয়ে মাত্র ৭ ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ১০৮ রান পূর্ণ করে জয় ছিনিয়ে নেয় তারা। নিলামের মাধ্যমে প্রায় ২০০ জন খেলোয়াড় ক্রয় করেন ১২টি টিম মালিক। দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার পর সেরা দুই দল কোবা রাইডার্স ও ফায়দা এগ্রো একাদশ উঠে আসে ফাইনালে। পুরো আসর জুড়ে খেলোয়াড় ও দর্শকদের ব্যাপক আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

আলমডাঙ্গা প্রিমিয়ার লিগের আয়োজক ছিলেন মন্ডল স্পোর্টসের মালিক মামুন অর রশিদ মন্ডল, রুবলসহ কয়েকজন ক্রীড়ানুরাগী। ফাইনাল খেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক মামুন অর রশিদ মন্ডল।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। তিনি বলেন এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজ সুস্থ শরীর ও মন গঠন করতে পারে। আলমডাঙ্গায় নিয়মিতভাবে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোল্লা ফারুক এলাহী ইসলাম, কামরুল হাসান কাজল, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক হাসিবুল হক লিপু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন আলম কনক, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুল কাদের, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তন্ময়, কোবা রাইডার্সের টিম মালিক গাউসুল কাউনাইন সুষম, ফায়দা এগ্রো একাদশের টিম মালিক নাহিদ হাসান খোকন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় লিপু, মতি, সবুজ, মিজানুল হক, হিরো, ইউনুস মাস্টারসহ অনেকে। টুর্নামেন্টে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মুন খন্দকার ও টিটু। ধারাভাষ্যে ছিলেন এএসআই নজরুল ইসলাম, সৈকত, হেলাল উদ্দিন ও রতন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *