স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া জোনের পরিচালক মোবারক হোসাইন বলেন, চুয়াডাঙ্গার মাটি ইসলামী আন্দোলনের মজবুত ঘাটি। আমি সারা দেশ সফর করেছি, আমার কাছে এ অঞ্চলের ২টি আসন খুবই সম্ভাবনাময়। আপনারা আপনাদের এলাকায় যাবেন এবং ভোটারদের কাজ করবেন এটা আমার অনুরোধ। আমাদের স্বপ্ন বাংলার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করা। দেশ থেকে ক্ষুধা, দারিদ্রতা মুক্ত করা। তিনি শুক্রবার সকালে ঢাকার ধানমন্ডির একটি মিলনায়তনে ঢাকাস্থ চুয়াডাঙ্গাবাসীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।
তিনি আরো বলেন- সংস্কার ছাড়া জাতি ইলেকশন মানবেনা, জুলাই সনদকে লিগ্যাল ফ্রেমে আনতে হবে, আমরা অনড় এই জায়গায়। আমরা অবশ্যই নির্বাচনে যাবো কোনো সন্দেহ নেই কিন্তু জুলাই সনদকে আইনের ভিত্তি দিতেই হবে। পিআর পদ্ধতিতে ইলেকশন চাই, ৭১ পার্সেন্ট মানুষ এ বিষয়ে একমত হয়ে গেছে, একমাত্র একটি দল ছাড়া সকল দল এ বিষয়ে একমত। আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম যে মিনিমাম বিচার ব্যবস্থা না করে ইলেকশন করা যাবেনা। আগামীতে যারা মনে মনে মন্ত্রণালয়ে যায়, তাদের হিসেব আজ উল্টাপাল্টা অবস্থা কেবল শুরু হয়েছে। যারা জামায়াতকে মোটেও সিট দিতে চাইতো না, ইনশাআল্লাহ তাদের সিটের হিসাব এখন জামায়াতের কাছ থেকে নিতে হবে। ইনশাল্লাহ সকল ইসলামী দল এখন একত্রে ইলেকশন করা সময়ের ব্যাপার, যারা এতোদিন আমাদের বিরোধীতা করতো তারা আজ আমাদের সাথে একই প্লাটফর্মে এসেছে, আমরা আশাবাদী আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট।
সাবেক শিবির নেতা অ্যাড. আসাদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ও গোলাম সরোয়ারের পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর অ্যাড. রুহুল আমিন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাড. আসাদুজ্জামান, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, ইসলামী ছাত্র শিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহাম্মেদ, শিবিরের সাবেক জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম, সাইমুমের সাবেক পরিচালক আব্দুল্লাহ আল নোমানসহ আরো অনেকেই।