জীবননগরে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিলেন ওসি

জীবননগর অফিস

হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মামুন হোসেন বিশ্বাস। গত বুধবার রাত ৯ টার দিকে জীবননগর থানা থেকে মোবাইল ফোনের প্রকৃত মালিক মো. আশিকের হাতে ফোনটি তুলে দেওয়া হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মামুন হোসেন বিশ্বাস জানান, ভুক্তভোগী জীবননগর পৌর এলাকার মো.আশিক তার ঞঊঈঘঙ ঝচঅজক ব্যান্ডের মোবাইল ফোন হারিয়ে গেলে গত ৪ সেপ্টেম্বর থানায় একটি জিডি করেন। এই বিষয়ে জীবননগর থানায় আইটি বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন চৌকস অফিসার এসআই মো. রাসেল মিয়াকে দায়িত্ব দেওয়া হয়। হারিয়ে যাওয়া জিডি তদন্তকালে ভুক্তভোগীর মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। গত বুধবার রাত ৯ টার দিকে প্রকৃত মালিকের নিকট মোবাইল ফোনটি হস্তান্তর করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *