জীবননগর অফিস
জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সিরাত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯ টা থেকে মাদরাসার হলরুমে ছাত্র ছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতা শেষে আলোচনাসভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সুপার মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ। মাদ্রাসার সহকারী শিক্ষক কারী ইসমাইল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আরিফুল ইসলাম, মাদ্রাসার সহ সুপার ফয়জুল আহমেদ,সহকারী শিক্ষক মাওলানা মহিউদ্দিন, মেহেদী হাসান, আব্দুল খালেক,আব্বাস উদ্দিন, মুশফিকুর রহমান সহ অনেকে। এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শেষে দোয়া মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।