মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীর সাহারবাটি বাজারে রকিব স্টোর নামের একটি দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিনগত মধ্য রাতে তালা ভেঙ্গে নগদ টাকাসহ মালামাল নিয়ে যায় চোর। সিসিটিভি ক্যামেরায় দোকানের তালা ভাঙ্গার ঘটনার দৃশ্য মিলেছে।
স্থানীয়রা জানায়, সাহারবাটি চারচারা বাজারের রকিব স্টোরের মালিক রকিব হাসান দোকান তালাবদ্ধ করে রাতে বাড়ি ফিরে যান। মধ্য রাতে গামছা দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তি চারটি তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে। এসময় দোকান থেকে নগদ লক্ষাধিক টাকা, সিগারেট ও একটি ডিজিটাল স্কেল নিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ক্যামেরায় তালা ভাঙ্গার দৃশ্য ধরা পড়লেও ওই ব্যক্তির পরিচয় স্পষ্ট নয়। চুরি যাওয়া নগদ টাকা ও মালামাল উদ্ধারসহ প্রতিকার চেয়ে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আব্দুর রকিব।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, সিসিটিভি ক্যামেরায় ভিডিও বিশ্লেষণ এবং পুলিশের তদন্তের মাধ্যমে চোর শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। উল্লেখ্য; সোমবার (৮ সেপ্টেম্বর) দিনে সাহারবাটি-ভাটপাড়া গ্রামের মাঠ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে।