দর্শনা অফিস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দর্শনা, দামুড়হুদা ও গাংনীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৪টার দিকে দর্শনা ডাকবাংলা চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলবাজারস্থ শহীদ শাহরিয়ার শুভ মুক্ত মঞ্চে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির প্রধান হাবিবুর রহমান বুলেটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য শরিফ উদ্দিন, নাহারুল ইসলাম, লুৎফর রহমান, শফিউল আজম তোতা, মমিনুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, জাহান আলী, দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর আলম সিদ্দিকী মজনু, দর্শনা পৌর বিএনপির ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি আজিজুল ইসলাম, ৩নং ওয়ার্ডের সাবেক সভাপতি সলেমান মিয়া, দর্শনা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা বাবুল আক্তার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ রতন, আবু হেনা, কৃষকদল নেতা হাতেম আলী, আশরাফুল ইসলাম বিপ্লব, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলনেতা আলতাফ হোসেন, জাকির হোসেন, যুবদল নেতা নাসির উদ্দীন খান হাসু, দর্শনা থানা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক সামাউল হাসান, দর্শনা পৌর ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মোহাম্মদ রানা, দর্শনা কলেজে ছাত্রদলের আহ্বায়ক ফজলুল রহমান, যুগ্ম আহ্বায়ক হুসাইন, সাফায়ত জামাল পাপ্পু, আসিফ হাসান, সোয়েব, যুবদলনেতা আকাশ খান, জিয়া সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবী দল, তাঁতীদল, কৃষকদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী র্যালি ও সভায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি খালিদ মাহমুদ মিল্টন তার বক্তব্যে বলেন, গত ১৬ বছর আওয়ামী স্বৈরাচারী সরকারের হাতে দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ন্যায়বিচার বন্দি ছিল। বিএনপির নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামই দেশকে মুক্ত করেছে। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার পতিত হয় এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। এ দিনটি জাতীয় জীবনে নতুন সূচনা।
সভাপতির বক্তব্যে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট বলেন, বিএনপি হলো শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া জনগণের দল। স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনে বিএনপি সব সময় রাজপথে ছিল, আছে এবং থাকবে। নতুন প্রজন্মই আমাদের শক্তি ও ভবিষ্যৎ। গণতন্ত্রের লড়াই, স্বাধীনতার মূল্যবোধ এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাদের ভূমিকা হবে অগ্রণী। বিএনপি কেবল অতীতের গৌরব নয়, এটি আগামী দিনের আশা ও স্বপ্নের প্রতীক। দেশকে বাঁচাতে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন। আসুন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করি।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদার নতিপোতা ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে নতিপোতা বাজারে ওই অনুষ্ঠানের আয়োজন করে নতিপোতা ইউনিয়ন বিএনপি। এতে সভাপতিত্ব করেন নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির।
প্রধান বক্তা ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, নতিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান টুনু, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রীস আলী, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক, নতিপোতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী ও দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ।
নতিপোতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিনুর রহমান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আল মাসুম বাবু, নতিপোতা ইউনিয়ন বিএনপি নেতা বাবলুর রহমান, দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য মাহফুজুর রহমান জনি, নতিপোতা ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ডের সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ২ নং ওয়ার্ডের সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের সভাপতি আসাদুর রহমান মিঠু, ৪ নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রফিক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, ৬ নং ওয়ার্ডের সভাপতি আবু সাঈদ, ৭ নং ওয়ার্ডের সভাপতি শরিফ আলী, সাধারণ সম্পাদক বাবলুর রহমান, ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহসভাপতি তরিকুল ইসলাম, বিএনপি নেতা নজরুল ইসলাম, নতিপোতা ইউনিয়ন যুবদল নেতা ইঞ্জিনিয়ার আকরাম হোসেন খান, জাহাঙ্গীর আলম অংকিল, মেহেদী হাসান নাঈম, পারভেজ আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ডালিম শেখ, সদস্য সচিব সাগর আলী, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, নতিপোতা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি শাকিল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক নাগিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান বক্তা দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন, পিআর পদ্ধতি অজুহাতে নির্বাচন কালক্ষেপণ করার পায়তারা করছে একটি দল। নির্বাচন বন্ধ করতে ষড়যন্ত্র করছে। দেশের মানুষ পিআর টিআর বোঝেনা। ভোট দেবেন এখানে আর সংসদ সদস্য নির্বাচিত হবে সন্দ্বীপে এমনটা হবে না। ওই নির্বাচন আমরা চাইনা। পারলে প্রতিযোগিতা করে নির্বাচন করে সংসদ সদস্য হয়ে দেখান। কোনো ষড়যন্ত্র করে বিএনপির গতিকে মন্থর করা যাবে না। অনুষ্ঠানের প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এই নির্বাচনে বিএনপির সুনিশ্চিত জয় হবে দেখে একটি দল ষড়যন্ত্র করছে। বিএনপির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে লাভ নেই। শহীদ জিয়ার আদর্শে গড়া বিএনপি পানিতে ভেসে আসেনি। আগামী নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খান বাবুকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। সকলকে ভেদাভেদ ভুলে কাজ করতে হবে।
মেহেরপুর অফিস জানায়, বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুরের গাংনীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গাংনী হাসপাতাল বাজারস্থ গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাংনী উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন গাংনী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাইপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সার্জিস আহমেদ, সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমতারা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন, জেলা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজানুল হক ইমনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। আলোচনা সভা শেষে একটি বর্ণনাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।