স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা মুসলিম পাড়ায় ধানের শীষের পক্ষে প্রচারনা চালান মহিলা দলের নেতৃবৃন্দ। গত শনিবার বেলা ৪ টা থেকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮ নং ওয়ার্ড মুসলিম পাড়া রেলগেট সংলগ্ন মহল্লায় ও নুরনগর কলোনি পাড়ার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হয়। প্রচারণা সময় অংশ নেন চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, সিনিয়র সহ-সভাপতি শেফালী বেগম, সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন, পৌর মহিলা দলের নেত্রী রহিমা খাতুন, ৮ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি মালেকা খাতুন, সাধারণ সম্পাদক রেনু খাতুন, সাংগঠনিক সম্পাদক সিমা বেগম।