স্টাফ রিপোর্টার
দামড়ুহুদার ছয়ঘড়িয়া সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ২ জন পাচারকারীসহ ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে অভিযান পরিচালনা করা হয়। আটক সোনার মূল্য ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৮২ টাকা। আটককৃতরা হলো- আব্দুল মমিন (৪৯) ও আবুল কালাম আজাদ (৪৭)।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল নাজমুল হাসান গতকাল মঙ্গলবার বেলা ৩ টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, জেলার দর্শনা থানার ছয়ঘড়িয়া সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান হবে। এ তথ্যের ভিত্তিতে সকাল ৮ টার দিকে ৭৯ নং সীমান্ত পিলার হতে ১২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘড়িয়া তেমাথা নামক স্থানে বিজিবির একটি দল অবস্থান নেয় । এ সময় একটি মোটরসাইকেলযোগে ২ জন ব্যক্তি সীমান্তের দিকে যেতে থাকে । বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি থামার সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে টহলদল তাদেরকে ধাওয়া করে আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলো, জেলার দর্শনা থানার নাস্তিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল মমিন (৪৯) ও খোদা বক্সের ছেলে আবুল কালাম আজাদ (৪৭)। এ সময় আব্দুল মমিন এর কোমরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় স্কচটেপ দ্বারা মোড়ানো ৮টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটক করা হয় চোরাকারবারীদের ব্যবহৃত ১টি মটর সাইকেল ও ১টি বাটন মোবাইল ফোন। এ ঘটনায় হাবিলদার মোঃ মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানান বিজিবি