জীবননগরে দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর ও জনসেবামুলক কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম

জীবননগর অফিস

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম জীবননগর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও জনসেবামুলক কাজ পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী তিনি জীবননগর ও আন্দুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সেবারমান বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক প্রথমে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও উত্তম চর্চা বিষয়ে শিক্ষক ও অভিভাবকবৃন্দের অংশগ্রহণে আয়োজিত সচেতনতামূলক সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় তিনি প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে আরো সুসম্পর্ক স্থাপন জোরদারকরণের কথা বলেন। এছাড়াও  শিশুবান্ধব শিক্ষাবৈচিত্র গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। পরবর্তীতে জেলা প্রশাসক আন্দুলবাড়ীয়ায় মালটা ও ড্রাগন ফলের বাগান পরিদর্শন করেন। ফলচাষীদের সাথে মতবিনিময়কালে তিনি চাষাবাদে আধুনিক কৌশল, উৎপাদিত ফলের বিপণন ও ন্যায্যমূল্য প্রাপ্তির বিষয়ে মতামত শোনেন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

               এরপর তিনি আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে ভূমি সেবা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।  সেবা গ্রহণকারীদের সন্তুষ্টি নিশ্চিত করতে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা প্রদানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহবান জানান। একই সঙ্গে অফিসের নির্মাণাধীন নতুন ভবনের কাজের অগ্রগতি তিনি পর্যবেক্ষণ করেন। জেলা প্রশাসক পরবর্তী সময়ে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। স্বাস্থ্যসেবা প্রদানের মান যাচাই করে তিনি মাতৃ ও শিশুস্বাস্থ্যের সেবা, রোগীর সঠিক রেজিস্ট্রেশন এবং সার্বিক সেবাকে আরও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এরপর তিনি আন্দুলবাড়ীয়া সাপ্তাহিক হাট–বাজার পরিদর্শন করেন।  সামগ্রিক বাজার ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্টদের সাথে বিনিময় করেন। তিনি মনোহরপুর আশ্রয়ণ প্রকল্প আকস্মিকভাবে পরিদর্শন করে প্রকল্পভুক্ত পরিবারের জীবনমান, আবাসনব্যবস্থা ও সরকারি সহায়তার বাস্তবায়ন অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক জীবননগর বাজারে জীবননগর পৌরসভা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন।  সেবার মান ও বিভিন্ন সুবিধা বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি তিনি জীবননগর পৌরসভার উদ্যোগে নির্মিত মাছ, মাংস ও মুরগি শেডের উদ্বোধন করেন। দিনব্যাপী পরিদর্শন কার্যক্রমে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন  জীবননগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমীন, জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহ্বুবা মঞ্জুর মৌনা, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *