চুয়াডাঙ্গায় ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়ের শিক্ষকদের এক দফা দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় দুইটি সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের এক দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা বড়বাজার শহীদ হাসান চত্বরে চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকারা এক দফা দাবিতে মানববন্ধন করেন। সিনিয়র শিক্ষক মহাসীন আলীর সভাপতিত্বে সকল শিক্ষক নিজেদের দাবি তুলে ধরেন।
শিক্ষকদের এন্ট্রিপদ নবম গ্রেড ধরে চারস্তরীয় একাডেমিক পদ সোপানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ কে এম নাজমুল হাসান। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে ২০১৫ সাল পর্যন্ত সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড একই অবস্থানে আছে। ইতোপূর্বে অন্যান্য দপ্তরের যাদের বেতন শিক্ষকদের সমপরিমাণ গ্রেডে ছিল তারা ইতোমধ্যেই নবম গ্রেডে উন্নীত হয়েছে। তবে সরকারি শিক্ষকদের ক্ষেত্রে এই বৈষম্য কেন?
এ সময় আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার। তিনি বলেন, নিজেদের অধিকার আদায়ের দাবিতে আজ আমরা রাস্তায় নেমে এসেছি। সরকারি বিদ্যালয়ের শিক্ষকদেরকে যেন নবম গ্রেডে উন্নীত করন করা হয়। মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি।
পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা। এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মো: সাজিদ রহমান, মো: আব্দুল জব্বার, মাহমুদ মিলু, মামুনুর রশিদ, সাব্বির রহমান, ওসমান গণি, শামিম হোসেন, রাজু আহম্মেদ, মো: সাজন আলী, জুলিয়াস নাজনীন, মাহবুবা ফেরদৌস প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *