স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির প্রবীণ আইনজীবী আব্দুল গফুরকে স্থানীয় কল্যাণ তহবিল ফান্ড থেকে ২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে ২ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, সাধারণ সম্পাদক আহসান আলী ও কোষাধ্যক্ষ এস.এস.এ হাশেমী এবং হিসাবরক্ষক হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম বলেন, বারের সদস্যদের কল্যান তহবিল থেকে তার প্রাপ্য টাকার শতকরা ১০ ভাগ টাকা চিকিৎসার জন্য অগ্রীম হিসেবে ২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।