পেয়ারাতলা ফল বাজারের এক বছর পূর্তি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

জীবননগর অফিস

জীবননগর উপজেলার পেয়ারাতলা ফল বাজারের এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে পেয়ারাতলা ফল বাজারে এই আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া শেষে মিষ্টি মুখ করানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পেয়ারাতলা ফল বাজার পরিচালনা কমিটির সভাপতি চাষী রমজান। ইলিয়াস হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন সারোয়ার হোসেন, আরিফুল ইসলাম আরিফ, হাসান আলী, মতিয়ার রহমান, রুহুলআমিন লিটন, জাইদুল ইসলাম রুপমিয়া প্রমুখ।

২০২৪ সালের ১৯ অক্টবর পেয়ারাতলায় একটি ফলের আড়ৎ দিয়ে শুরু হয় এই ফল বাজারের কার্যক্রম। পরের দফায় আরও ১৫-১৬ আড়ৎ বসে। বর্তমানে সেখানে ৫০টার ওপর ফলের আড়ৎ রয়েছে।

পেয়ারাতলা ফল বাজার পরিচালনা কমিটির সভাপতি চাষী রমজান বলেন, আমাদের শুরুটা সহজ ছিল না। মাত্র একটি আড়ৎ দিয়ে এই বাজারের কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই বাজারের প্রতিদিন ২ থেকে আড়াই কোটি টাকার ফল বেচা-কেনা হয়। এই বাজারের প্রধান বৈশিষ্ট হচ্ছে এখানে কৃষকদের কোনো খাজনা দিতে হয় না। এখানে ড্রাগন, আম, পেয়ারা, আনারসসহ সকল মৌসুমি ফল পাওয়া যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *