স্টাফ রিপোর্টার
জীবননগরে বিজিবির অভিযানে ভায়াগ্রা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। গত রবিবার সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে আসামীবিহীন এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী বিওপি’র সীমান্ত-৭১/৩-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধোপাখালী গ্রামের মোঃ আব্দুল কাদেরের আম বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৪ বোতল ফেন্সিডিল ও ১০০ পিচ ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ১১টার দিকে জীবননগর নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৬/৫-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের মোঃ নাসির মন্ডলের বিছালী (খড়) গাদার মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।