স্টাফ রিপোর্টার
‘অভয়আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের আয়োজনে চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের কার্যালয় হতে সড়ক র্যালি শুরু হয়ে শহরের কোর্ট মোড় ঘুরে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। উপজেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। তিনি বলেন, মৎস্য চাষীদের বক্তব্যের মাধ্যমে যে সমস্যার কথাগুলো উঠে এসেছে তা হয়তো আমরা এখানে বসে সমাধান করতে পারব না, তবে জাতীয় পর্যায়ে সমস্যা গুলোর কিভাবে সমাধান করা যায় সেই তথ্য আমরা প্রেরণ করতে পারি। জেলা ও উপজেলা পর্যায়ের মৎস্য কর্মকর্তাদের মাধ্যমে সকল মৎস্য চাষীদের সমস্যা গুলোর সমাধান উপস্থাপন করা হবে। অনেক ক্ষেত্রেই হয়তো জনবল সংকট থাকে, মৎস্য খাতে জনবল রয়েছে সেই জনবল দিয়েই যতটুকু কাজ সম্পন্ন করা যায় তাই করতে হবে। মৎস্য চাষ ও কৃষি ক্ষেত্রে অত্যাধিক মাত্রায় কীটনাশক প্রয়োগ করা থেকে সকলকে বিরত থাকতে হবে। এতে করে ভক্ষণ যোগ্য মাছ নিরাপদে আহার করা যাবে। তিনি আরো বলেন, মাছের খামার গুলোকে ক্রোমিয়াম বা ভারী ধাতু দ্বারা কোটিং করা হচ্ছে এতে করে মাছের পেটে ওই ভারী ধাতুগুলা যাচ্ছে এবং এগুলো মানুষ ভক্ষণের মাধ্যমে নানান রকম শারীরিক জটিলতায় ভুগছে। এই বিষয়গুলো নিয়ে গবেষণা করা এবং জেলা পর্যায়ে এ সকল সমস্যা গুলো নিরসনে মৎস্য চাষীদের অবগত করতে হবে। এর আগে কারী মওলানা কবির আহমেদ কোরআন থেকে তেলোওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে সুচনা করা হয়।
স্বাগত বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, মাছ আমাদের জীবন জীবিকার সাথে জড়িত। মানুষের কর্মসংস্থান ও পুষ্টির চাহিদা পূরণ করতে মাছের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের মোট জিডিপির ২.৫ শতাংশ মৎস্য খাত থেকে পূরণ হয়। কৃষির জিডিপির ০. ৮৭ শতাংশ মৎস্য খাত থেকে পূরণ হয়। বৈদেশিক মুদ্রা ও কর্মসংস্থানে প্রায় দুই কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাছের সাথে জড়িত। বাংলাদেশ বিশ্বে মাছ উৎপাদনে দ্বিতীয়। প্রায় ৪৬০ প্রজাতির মাছ বাংলাদেশে পাওয়া যায়। মিঠাপানির মাছ উৎপাদনে বাংলাদেশ পঞ্চম স্থানে অবস্থান করছে। ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশে ১ম ও তেলাপিয়া উৎপাদনে ৪র্থ স্থানে রয়েছে। বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেমন বেড়েছে ক্যাবের রিপোর্ট অনুযায়ী মাছের দাম তুলনামূলক কম বৃদ্ধি পেয়েছে। মৎস চাষী পর্যায়ে বিভিন্ন প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানো হয়েছে যা দেশের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ও মৎস্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকরামুল হক ইকরা, মৎস্য চাষি ফাহিম মুনতাছির, মোহাম্মদ আলী, আলিফ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে ৪ জন চাষির হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ক্রেস্ট প্রাপ্তরা হলো ফাইম মুনতাছির, আলিফ উদ্দিন, শেখ সাদি ও শরিফুল ইসলাম।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার আশফাকুর রহমান, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নাঈম, এবি পার্টি চুয়াডাঙ্গা জেলা সভাপতি আলমগীর হোসেন, জেলা জাসাস পার্টির সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, এবি পার্টি জেলা সাধারণ সম্পাদক আলী রুসদী আহমেদ (মজনু), চুয়াডাঙ্গা জেলা ও উপজেলা পর্যায়ের মৎস্য চাষী ও ব্যাবসায়ীরা। পরে পুলিশ পার্ক সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন
জীবননগর অফিস জানায়
চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ নানা আয়োজনে উদযাপিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্যে দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন। এবারের প্রতিপাদ্য “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি।” উদ্বোধনী অনুষ্ঠানের পর র্যালি, আলোচনা সভা ও মৎস্য চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান পালিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জুয়েল শেখ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।
সভায় সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জুয়েল শেখ জানান, জীবননগরে বর্তমানে ৯৮৬ জন নিবন্ধিত মৎস্যচাষি রয়েছেন। এখানে মারুফদহ বাওড়কে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে মাছের আড়ত ও বাজার রয়েছে, যেখানে স্থানীয় চাষিদের উৎপাদিত মাছ সরবরাহ করা হয়। তিনি আরও বলেন, মৎস্যচাষিদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।
দামুড়হুদা প্রতিনিধি জানায়
দামুড়হুদায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সড়ক র্যালী, পোনা অবমুক্ত, আলোচনা সভা ও মৎস্য চাষীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটির উদ্বোধন করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৩জন মৎস্য চাষীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
দামুড়হুদা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ফারুক মহালদারের সভাপতিত্বে র্যালী, পোনা অবমুক্ত করণ, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবাহ্, উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েব আলী, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজ্জোহা পলাশ।
দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজন এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব আমিরুল ইসলাম, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ঈদ্রীস আলী, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আবেদ উদ দৌলা টিটন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ মৎস্য জীবি সমবায় সমিতির সদস্যবৃন্দ প্রমুখ। আলোচনা সভা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন মুফতি মামুনুর রশীদ, গিতা পাঠ করেন নারায়ণ চন্দ্র পাল। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের অফিস সহকারী আব্দুর রশিদ।
মেহেরপুর অফিস জানায়
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে মতবিনিময় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। অনুষ্ঠানে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যজীবীদের উপস্থিতিতে বক্তারা মৎস্য উৎপাদন বিপনন ও দেশীয় মাছ রক্ষায় কি কি করণীয় তা নিয়ে আলোচনা করেন।